কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সাগর উপকূল দিয়ে প্রবেশ করেছে তিন শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের একটি দল। যারা অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি জমাতে চেয়েছিল।
বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে দুইটি ট্রলার শাপলাপুরের জাহারপুরা পয়েন্টে প্রবেশ করে। এসব রোহিঙ্গারা শাপলাপুরের বিভিন্ন সাগর পয়েন্টে বিভক্ত হয়ে অবস্থান করছে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ জানান, প্রায় তিন শতাধিক রোহিঙ্গার একটি দল দেশে প্রবেশ করেছে। তারা আপাতত সাগর তীরে রয়েছে।
পাঠকের মতামত: