কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

টেকনাফের মাদক কারবারি সোনাগাজীতে গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে দুই হাজার ত্রিশ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মাদক কারবারী মো. নুরুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃত নুরুল আলম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নুরুল হকের পরিত্যক্ত টিনের ঘর থেকে দুই হাজার ত্রিশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. নুরুল আলমকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান মাদক কারবারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: