নিজস্ব প্রতিবেদক::
আগামীকাল সোমবার ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে কক্সবাজার জেলা সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ হাজার নেতাকর্মী নিয়ে সকালে যোগদান করবেন উখিয়া উপজেলা বিএনপি৷
রোববার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার কোট বাজার তামিম সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী।
এসময় তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা থেকে হাজার হাজার গাড়ি নিয়ে কক্সবাজার জেলা সমাবেশে যোগদান করবেন৷ সেখানে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এরআগেও উখিয়া উপজেলায় প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে আমরা স্বাগত মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা এবং পথসভা করেছি। ইতিমধ্যে প্রতিটি ঘরেঘরে এই খবর পৌঁছে গেছে। দীর্ঘদিন পর এই এমন সমাবেশ অনুষ্ঠিত হতে যাওয়ায় সর্বস্তরের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও আনন্দিত হয়ে উঠেছেন। আশা করছি এই সমাবেশে মাধ্যমে জেলায় বিএনপির রাজনীতিতে একটি মাত্রা সৃষ্টি হবে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুলতানা মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজীব, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উপজেলা উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সাইফুল সিকদার, জেলা ছাত্র নেতা আরাফাত চৌধুরী, ছাত্রনেতা রিদুয়ান রহমান, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বার, রাজাপালং সদর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জিয়াউল হক রানা সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পাঠকের মতামত: