কক্সবাজার, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

জেলা পরিষদ নির্বাচনঃ কক্সবাজারের ৬০ প্রার্থীরই মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক:

জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারের সকল প্রাথীর মনোনয়ন বৈধ হয়েছে। বিকেলে রিটার্নিং অফিসার কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকতা শাহাদাত হোসেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৩ জন এবং ৯ টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জনসহ মোট ৬০ প্রার্থীর সকলেই বৈধ হয়েছেন। আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ এবং ১৮ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে জেলার ৪ টি পৌরসভার মেয়র কাউন্সিলর, ৮ টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ৭১ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার মিলে মোট ৯৯৪ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।

পাঠকের মতামত: