কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জীবন বীমায় নতুন ব্যবসায় সেরা কোম্পানি পপুলার লাইফ

পপুলার লাইফের লোগো

নতুন ব্যবসায় জীবন বীমার সেরা কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড। ২০১৮ সালে কোম্পানিটি নতুন ব্যবসা সংগ্রহ করেছে ৫৫৯ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। ২০১৭ সালে কোম্পানিটির প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ছিল ২৭৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বছর এ কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৮০৩ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা। যা এর আগের বছর ছিল ৫০১ কোটি ১৬ লাখ ২০ হাজার টাকা।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ সূত্র মতে,নতুন ব্যবসা সংগ্রহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গত বছর ফারইস্ট ইসলামী লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩৪৮ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা। যা এর আগের বছর ছিল ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা। ২০১৮ সালে কোম্পানিটির গ্রস প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা। আইডিআরএ এর তথ্য অনুযায়ী, নতুন ব্যবসা সংগ্রহে দ্বিতীয় স্থানে থাকলেও গ্রস প্রিমিয়াম আয়ের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

এদিকে, ২৫০ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা প্রথম বর্ষ প্রিমিয়াম আয় করে এ তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছে ন্যাশানাল লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালে কোম্পানিটির প্রথম বর্ষ প্রিমিয়াম আয় ছিল ২১৭ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ২০১৮ সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৩১ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা।

মেঘানা লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১০২ কোটি ৬৫ লাখ টাকা। সন্ধানী লাইফের ৪৪ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, সানলাইফের ৩৬ কোটি ১ লাখ ৩০ হাজার টাকা,প্রাইম লাইফের ১২৮ কোটি ২ লাখ ১০ হাজার টাকা, প্রগতি লাইফের ১৫৩ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৭ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে, ২০১৮ সালে প্রগ্রেসিভ লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা, রুপালী লাইফের ৮৫ কোটি ১ লাখ ৩০ হাজার টাকা ও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৪২ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।
২০১৮ সালে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বর্ষ প্রিমিয়াম আয় হয়েছে ৫ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা, হোমল্যান্ড লাইফের ৪৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের ১০৯ কোটি ৪১ লাখ টাকা।

পাঠকের মতামত: