কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কক্সবাজারে জল আর ফুটবল মাখামাখি ভাবনার পায়ের জাদুতে

মেঘলা আকাশ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সৈকতে শিশুরা তখন মেতে আছে ফুটবল খেলায়। ভাবনা গিয়েছিলেন বিজ্ঞাপনের কাজে। তবে শিশুদের ফুটবল খেলা দেখে লোভ সামলাতে পারলেন না। নেমে পড়লেন ভাবনা নিজেও। বালুকাবেলায় বৃষ্টির জল আর ফুটবল মাখামাখি হলো অভিনেত্রীর পায়ের জাদুতে।

গতকাল নিজের ফেসবুক হ্যান্ডেলে ফুটবল খেলার কিছু ছবি শেয়ার দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেখানে বৃষ্টিতে ভিজে তাঁকে ফুটবল খেলতে দেখা যাচ্ছে। আজ বুধবার ঢাকায় ফিরে এনটিভি অনলাইনের কাছে সে অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ভাবনা।

করোনার কারণে ভ্রমণও তেমন একটা হয়নি ভাবনার। দীর্ঘদিন পর কক্সবাজারে গিয়ে যেন নতুন প্রাণ পেয়েছেন তিনি। যে কদিন ছিলেন, বিজ্ঞাপনের শুটিং শেষে বন্ধুদের নিয়ে প্রতিদিনই আড্ডায় মেতেছিলেন। মুক্ত বাতাস, সমুদ্রের গর্জন, ঘোড়ায় চড়া—সব কিছুই আনন্দ দিয়েছে তাঁকে।

ভাবনা বলেন, ‘এখনো আমাদের পরিচিত অনেকেই কক্সবাজারে রয়েছে। মুক্ত বাতাসে যেন আনন্দের ছড়াছড়ি। অনেক সুন্দর সময় কেটেছে সেখানে।

অভিনয়শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ভাবনা, নাচ দিয়ে মিডিয়ায় যাত্রা। এরই মধ্যে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামে তাঁর দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। অবসরে ছবি আঁকেন। তাঁর ছবি দেখে মুগ্ধ অনেকেই। অন্তর্জালে প্রকাশ পেয়েছে তাঁর স্বরচিত কবিতা আবৃত্তিও।

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ আশনা হাবিব ভাবনাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাঁর সাবলীল অভিনয় ভক্ত তো বটেই, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ওপার বাংলার পরমব্রতের বিপরীতে ভাবনার নজরকাড়া অভিনয় দীর্ঘদিন মনে থাকবে সবার। ছোটপর্দায়ও জনপ্রিয় মুখ ভাবনা। তাঁর অভিনীত ‘বুবুন যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে’, ‘বুবুনের বাসর রাত’, ‘বুবুনের হানিমুন’, ‘বুবুনের সংসার’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। করোনাকালে বাসায় থেকেও কাজ থেমে নেই তাঁর।

পাঠকের মতামত: