কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চসিক নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে অস্ত্র ছাড়া: ইসি

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সেনা মোতায়েন হবে না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, তারা টেকনিক্যাল সাপোর্ট দিবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে তবে অস্ত্র থাকবে না। তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে।

এদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন দুই দিন পেছানোর দাবি
করেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, পরীক্ষাসহ নানা কারণে নির্বাচন পেছানো সম্ভব নয়।

সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না নির্বাচন কমিশন তা ভেবে দেখছে বলে জানান ইসির এই কর্মকর্তা।

পাঠকের মতামত: