চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণসমাবেশ শুরু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুর ২টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।
সমাবেশকে ঘিরে সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করে। মিছিল আর স্লোগানে মুখোর সমাবেশ স্থলও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির ডাক দেয় বিএনপি।
পাঠকের মতামত: