কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে পাহাড়ের ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাইকোর্টের রায় বাস্তবায়নে চট্টগ্রামে পাহাড় দখল রোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে চট্টগ্রামের ফয়েজ লেক সংলগ্ন বেলতলীঘোনা এলাকার ৮ একর পাহাড়ি জমি থেকে ৫০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত আকবর শাহ থানাধীন ফয়েজ লেক সংলগ্ন বেলতলীঘোনা এলাকায় পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং মো. উমর ফারুক।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা প্রদান করেন সিএমপির ৭০ জন পুলিশ সদস্য,  আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, পিডিবির টিম, কর্ণফুলী গ্যাস প্রতিনিধি, ওয়াসা প্রতিনিধি এবং ৩০ জন আনসার সদস্য।

প্রথম দিনের অভিযানে ফয়েজ লেক সংলগ্ন লট-৯ পাহাড়তলী মৌজার ৮ একর পাহাড়ি জায়গা থেকে প্রায় ৫০০ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর জায়গা যাতে পুনরায় অপদখল না হয় এজন্য পিলার ও কাঁটা তারের বেষ্টনী স্থাপনা করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, পাহাড় কেটে যে সকল স্থাপনা-ঘর গড়ে উঠেছে সে সকল স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করা হবে।

পাঠকের মতামত: