কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের জঙ্গলে ৮ সোনার বারসহ রোহিঙ্গা মা-ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে ৮টি সোনার বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (৩০ জুলাই) সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সূত্রে পাওয়া তথ্যে র‌্যাব চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে এক রোহিঙ্গা নারী ও তার ছেলেকে ৮টি সোনার বারসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

পাঠকের মতামত: