কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকা থেকে সাড়ে ২১ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৫০) এবং তার স্ত্রী মরিয়ম বেগমকে (৪০) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) সদস্যরা।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আবু সালাম চৌধুরী।
আটক দম্পতি কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউসপাড়ার বাসিন্দা।
মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার-চট্টগ্রাম সড়কের উপর মাদকদ্রবা গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে ওই স্থানে পৌঁছে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে জানা যায়।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে কক্সবাজার জেলার চকরিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত: