কক্সবাজার, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৫

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৫ জনকে আসামিকে আটক করা হয়েছে।

থানা থেকে পাঠানো ছবি ও তথ্য সূত্রে জানা গেছে, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর রাতে ও পরদিন ৩০ নভেম্বর সকালে অভিযান পরিচালনা করে উপরোক্ত ৫ জন আসামি আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন- চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোঁজাখালী জলদাস পাড়ার শ্যামকুঞ্জ দাসের ছেলে নিখিল দাস (৩৮), চকরিয়ার পৌরসভার ১নং ওয়ার্ড তরছপাড়ার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ছাবের (২১), চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত মোহাম্মদ সোলায়মানের ছেলে মোহাম্মদ আকবর (২১), চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিকদার পাড়ার ছাবের আহমেদের ছেলেদ্বয় গিয়াস উদ্দিন (৪৫) ও শাহাব উদ্দিন (৪০)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী গুলোকে আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়া আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: