কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে সাবরিনা হক হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবা ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার শিক্ষক হাফিজুল হকের কন্যা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল হাবিবা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশু হাবিবা হেঁটে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবার ও প্রতিবেশি লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পাঠকের মতামত: