কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনার ছনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৭)। তিনি চকরিয়া পৌরসভা করিয়াঘোনা গ্রামের জামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় রেললাইনের ওপর বসে ছিল ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমের আত্মীয় এনামুল হক বলেন, ‘ইব্রাহিম ছোটকাল থেকে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ে একজন মানসিক ভারসাম্যহীন যুবক মারা গেছে শুনেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।’
পাঠকের মতামত: