কক্সবাজার, রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ঘুড়ি উৎসব শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখবে : শাহ জাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া কলেজে ঘুড়ি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা বিএনপিরর সভাপতি ও কলেজ গভর্ণিং বডির সভাপতি শাহ জাহান চৌধুরী বলেছেন, “ঘুড়ি উৎসব আমাদের শিক্ষার্থীদের ও তরুণ এবং যুব সমাজকে মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে কলেজ মাঠে উন্নয়ন সংস্থার আয়োজিত ঘুড়ি উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, “ঘুড়ি আমাদের বাঙালিদের ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই উন্নয়ন সংস্থার এ আয়োজন৷ আমরা ছোট থাকতে এই ঘুড়ি বেশি উড়িয়েছি৷ তাই শিক্ষার্থীদের বলবো ডিজিটাল আসক্তিমুক্ত এবং মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও ঘুড়ি উৎসবের বিকল্প নেই৷”
এসময় উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত ঘুড়ি উৎসবে কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থী উন্নয়ন সংস্থার প্রতিনিধি সহ প্রমুখ৷

পাঠকের মতামত: