কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলিতে নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়ায় বিবদমান দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলিতে একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও কোনো পক্ষই এ ঘটনার দায় স্বীকার করেনি। গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত এবং এক জন আহত হয়েছে।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি একে-২২ রাইফেল এবং নিহতের লাশ উদ্ধার  করেছে।

এ ব্যাপারে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, গোলাগুলি নয়, মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি ব্রাশফায়ার করলে উত্তম কুমার ত্রিপুরা (২৪) নামের এক গ্রামবাসী নিহত এবং আরও এক জন আহত হন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

পাঠকের মতামত: