কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটার নাসির-তামিমার বিয়ে বৈধ উপায়ে হয়নি : পিবিআইয়ের প্রতিবেদন

ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে বিচারিক আদালতে দেওয়া প্রতিবেদনে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এতে আরও বলা হয়েছে, প্রথম স্বামী রাকিব হাসানের সঙ্গে তামিমার বিচ্ছেদের নথি তৈরিতে জালিয়াতি করা হয়েছে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই নাসিরের বিরুদ্ধে অপরের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠে।

২৪ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব।

পাঠকের মতামত: