দ্বীপ উপজেলা কুতুবদিয়া সদর হতে যাচ্ছে কক্সবাজার জেলার পঞ্চম পৌরসভা। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল শনিবার এক অনুষ্ঠানে উপরোক্ত মন্তব্য করেন।
শনিবার সকালে বড়ঘোপ ইউনিয়ন পরিষদে আয়োজিত এক নাগরিক সমাবেশে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ হেলালুদ্দীন আহমদ কুতুবদিয়া সদর বা বড়ঘোপ ইউনিয়নের একাংশকে নিয়ে জেলার পঞ্চম পৌরসভা গড়ার সরকারি একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদকে পৌরসভায় রূপান্তর করার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেলালুদ্দীন আহমদ।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য (কুতুবদিয়া-মহেশখালী আসন) আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, ওসি জালাল উদ্দীন, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এর আগে কুতুবদিয়া উপজেলায় নতুন জনস্বাস্থ্য প্রকৌশল ভবন উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং কুতুবদিয়ার উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন।
পাঠকের মতামত: