কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় নতুন-পুরাতন প্রার্থীর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে

কুতুবদিয়া উপজেলা ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ ৬টি ইউনিয়নের গ্রামের চা দোকানগুলোতে চলছে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্যালোচনা। অন্যান্য বারের চেয়ে এবার প্রার্থী বেশি হবে বলে মনে হচ্ছে। প্রবীণদের পাশাপাশি নবীনরাও আগ্রহী হয়ে উঠছেন নির্বাচনে অংশ নেয়ার জন্য। সবাই যার যার মতো করে প্রতীক পাবার নিশ্চয়তায় এদিক ওদিক ছুটাছুটির পাশাপাশি গ্রামে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। তাই গ্রামগুলো এখন সরগরম। করোনা মাহামারি ছাপিয়ে গেছে আপাতত। উল্লেখ্য সোশ্যাল মিডিয়া ফেইসবুকে অনেক প্রার্থীই নিজের প্রার্থীতা প্রচার করছেন। প্রচারে উপর ভিত্তি করে একটি জরিপ চালিয়ে যাদের নাম

পাওয়া গেছে এর মধ্যেঃ
উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে আপাতত এখন পর্যন্ত যাদের সম্ভব্য প্রতিদ্বন্দ্বিতার আওয়াজ এবং জনগনের আলোচনা শুনা যাচ্ছে তারা হলেনঃ-

১. উত্তর ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান পদে ১. বর্তমান চেয়ারম্যান আ.স.ম শাহরিয়া চৌধুরী (স্বতন্ত্র),২. ইয়াহিয়া কুতুবী (আ’লীগ), ৩. সেজাম উদ্দিন (আ’লীগ), ৪. সিরাজুদ্দোল্লাহ বিএ (আ’লীগ), ৫. নাছির উদ্দীন কুতুবী (আ’লীগ), ৬. মোঃ হালিম সিকদার (স্বতন্ত্র) ৭. নেজাম উদ্দিন (বিএনপি), ৮. সরওয়ার আলম চৌধুরী (আ’লীগ), ৯. মাষ্টার আইয়ুব (জাতীয় পার্টি)।

২. দক্ষিন ধূরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে ১. বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ (বিএনপি) ২. আরিফ মোশাররফ (আ’লীগ), ৩. সাইফুল আলম সিকদার (আ’লীগ), ৪. আজম সিকদার (আ’লীগ), ৫. আলা উদ্দিন আল আজাদ (বিএনপি) ৬. মোর্শেদ আলম সিকদার (জাতীয় পার্টি), ৭. আবদুল মোনাফ (জাতীয় পার্টি), ৮. আবু আক্কাস ইস্তিয়াক (স্বতন্ত্র)।

৩. লেমশীখালী ইউনিয়নে ১. বর্তমান চেয়ারম্যান আক্তার হোছাইন ( বিএনপি) ২. রমিজ আহমদ (আ’লীগ), ৩. রেজাউল করিম (আ’লীগ), ৪. আক্তার হোছাইন (আ’লীগ), ৫. রফিক সিকদার (আ’লীগ) ৬. এড আইয়ুব (জাতীয় পার্টি), ৭. এড ফিরোজ আহমেদ (স্বতন্ত্র)।

৪. কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১. বর্তমান চেয়ারম্যান জলাল আহমদ (বিএনপি), ২. আজমগীর খান মাতবর (আ’লীগ), ৩. খোরশেদ আলম কুতুবী (আ’লীগ) ৪. মনোয়ার ইসলাম চৌধুরী মুকুল (স্বতন্ত্র), ৫. আহমদ উল্লাহ (আ’লীগ),৬. জাফর আলম (জাতীয় পার্টি), ৭. ওয়াহিদুল ইসলাম ওয়াহি (স্বতন্ত্র)।

৫. বড়ঘোপ ইউনিয়নে ১. বর্তমান চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দীন ছোটন (জাতীয় পার্টি) ২. আবুল কালাম (আ’লীগ) ৩. ফরহাদুল ইসলাম মাতবর (আ’লীগ) ৪. মিজানুর রহমান টিটু (আ’লীগ) ৫. রুস্তম আলী মাতবর (আ’লীগ) ৬. তৌহিদুর ইসলাম খোকন (স্বতন্ত্র), ৭. মোশাররফ হোসেন বাপ্পা (বিএনপি) ৮. রেজাউল করিম জন্টু (বিএনপি), ৮. সাবের আহমদ কোম্পানি (আ’লীগ)।

৬. বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছফা বিকম (আ’লীগ) ২. আবু জাফর সিদ্দিকী (যুবলীগ) ৩. জাহাঙ্গীর আলম সিকদার (আ’লীগ) ৪. কাইমুল ইসলাম সিকদার (আ’লীগ) ৫. ফিরোজ খান চৌধুরী (বিএনপি)

৭. মৌলভী আব্দুল লতিফ (স্বতন্ত্র),।তবে, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী (বিএনপি) ও তার ছেলে ইনজামামুল ইসলাম (বিএনপি) সহ অনেকের নাম আলোচনায় আসতেছে।

পাঠকের মতামত: