কক্সবাজার, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

আহমেমদ কবীর সিকদার, কুতুবদিয়া::

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপরজেলা প্রশাসন।

আলী আকবর ডেইল ইউনিয়নে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে ৪৫০টি পরিবারকে ২২ লাক ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

সোমবার (২১শে) জুন ইউনিয়নের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে এই সহায়তা প্রদান করা হয়।

কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে জামান চৌধুরীর সভাপতিত্বে ৪৫০ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার ( ২২শে ) জুন একই ইউনিয়নের আর ও ১৬০টি পরিবারের মাঝে নদগ ৫ হাজার টাকা করে মোট ৮ লাক টাকা প্রদান করেন আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নুরুচছফা( বি কম), কুতুবদিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শিকদার সহ বিভিন্ন পেশাজীবিরা মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: