ফুয়াদ মোহাম্মদ সবুজ::
কুতুবদিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস সহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কুতুবদিয়া জুডিশিয়াল আদালতে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া শাখার সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী ( মুকুল)বাদী হয়ে মামলাটি করেন। মামলার নম্বর সিআর-১৫২/২০২০।
মামলায় ফৌজদারী দরখাস্তে অপর আসামিদের মধ্যে কুতুবদিয়া থানার সাবেক এসআই জয়নাল আবেদীন, বর্তমান এসআই মোসলেম উদ্দিন বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, সাংবাদিক সাবেজ কামাল লিটন কুতুবী, মো. ইকবাল, মোহাম্মদ রাসেল, আবুল ফজল ও পেচু মিয়ার নাম রয়েছে।
মামলার আইনজীবী মোহাম্মদ রাসেল জানান, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
ওসি ফেরদৌস বর্তমানে মহেশখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
পাঠকের মতামত: