কক্সবাজার, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

কুতুব‌দিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে মিলাদুন্নবী (সা.) পালন

কুতুব‌দিয়ায় বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নে ঈ‌দে মিলাদুন্নবী (সা.) পা‌লিত হ‌য়ে‌ছে। সোমবার সকাল ১০টার দি‌কে এসব শিক্ষা প্রতিষ্ঠা‌নে রাসূ‌লের জীবনী নি‌য়ে আ‌লোচনা সভা, না‌তে রসূল, হামদ্, সীরাত সহ ইসলামী কুইজ প্রতি‌যোগিতার আ‌য়োজন করা হয়।

কুতুব‌দিয়া সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকা‌রী শি‌ক্ষি‌কা জিগারুন নাহার জানান, বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমীর হক মুহাম্মদ আবুল হোসাইন’র সভাপ‌তি‌ত্বে ঈ‌দে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে‌ আ‌লোচনা, কুইজ প্রতি‌যোগিতা, হামদ্, নাতসহ প্রতি‌যোগিদের মা‌ঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধুরুং আদর্শ পাইলট উচ্চ বিদ‌্যালয় এন্ড ক‌লে‌জের প্রধান শিক্ষক মো‌র্শেদুল আলম ব‌লেন, ১২ র‌বিউল আউয়াল উপল‌ক্ষে‌ বিদ‌্যালয় প্রাঙ্গ‌নে ঈ‌দে মিলাদুন্নবী তথা রসূ‌লের সীরাত আ‌লোচনা,হামদ্, নাত,কেরাত ও কুইজ প্রতি‌যোগীতায় পুরুষ্কার বিতরণ সহ নানা আ‌য়োজন করা হয়।

কুতুব‌দিয়া ম‌ডেল হাইস্কুল এন্ড ক‌লেজ, লেমশীখালী হাই স্কুল, সতরুদ্দীন উচ্চ বিদ‌্যালয়, আল ফারুক আদর্শ দা‌খিল মাদ্রাসা, কুতুব‌দিয়া জা‌মেয়া নুরা‌নিয়া বা‌লিকা মাদরাসা, ইমাম আবু হা‌নিফা একা‌ডে‌মি দা‌খিল মাদ্রাসা, সতরু‌দ্দিন সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় সহ অন‌্যান‌্য সরকা‌রি বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠা‌নেও ঈ‌দে মিলাদুন্নবী (সা) উদযাপনের খবর পাওয়া গে‌ছে।

এছাড়া উপ‌জেলায় গাউ‌ছিয়া ক‌মি‌টি, আহ‌লে সুন্নত ওয়াল জামাতসহ সমমনা বি‌ভিন্ন সংগঠ‌নের ব‌্যানা‌রে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে বিশাল জস‌নে জুলুশ বের করা হয়। জুলুশ‌টি বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ।

পাঠকের মতামত: