কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে সাফা নামে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পুতিন্ন্যার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মায়ের সাংসারিক কাজের ফাঁকে ওই এলাকার জাহাঙ্গীর আলমের শিশু কন্যা সাফা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

 

পরে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: