কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ একজন ডাকাতকে আটক করেছে।
আটককৃত ডাকাত সদস্য লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা এলাকার আবু তালেবের ছেলে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কোস্টগার্ড।
মঙ্গলবার রাতে আলী আকবর ডেইল ও লেমশীখালী এলাকায় কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেন।
কোস্টগার্ড বিসিজি স্টেশন কুতুবদিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী কুতুবদিয়ায় একটি বিশেষ আভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কুতুবদিয়া  উপজেলা লেমশীখালী ইউনিয়নের নয়াঘোনা ও আলী আকবর ডেইল ইউনিয়নের তাবেলারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭টি চাকু, ৬টি চাপাতি ও ডাকাতি সরঞ্জামাদিসহ ডাকাত সদস্য মোঃ শাহারিয়ারকে (৩৪) আটক করে বলে জানান।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশান সূত্রে যানা গেছে।

পাঠকের মতামত: