বঙ্গোপসাগরের কর্ণফুলীর মােহনায় ৩নং বয়ার সাথে সংঘর্ষে কুতুবদিয়াগামী একটি মুদিমালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৩ জন এখনাে নিখোঁজ বলে জানান সিজি পতেঙ্গা স্টেশনের ইনচার্জ মাে. সাইফুল।
সােমবার (১৫ ফেব্রুয়ারি) ভাের ৪ টার দিকে ৩নং বয়াস্থ বঙ্গোপসাগরে মােহনায় এ ঘটনা ঘটে ।
নিখোঁজরা হলেন, কুতুবদিয়ার বাসিন্দা মাঝি সাইদুল করিম (৬৫), আবুল কাশেম(৬০) মাে. হােসেন (৫৫)।
ডুবে যাওয়া ট্রলার জনকল্যান ১ এর মালিক জাকারিয়া সওদাগর জানান, চাক্তাই থেকে মুদিমালবাহী আমার ট্রলারটি কুতুবদিয়া দিকে রওনা হয়। ভাের ৪ টার দিকে বঙ্গোপসাগরের মােহনায়। এসে কুয়াশার আচ্ছন্ন থাকায় ৩নং বয়ার সাথে সংঘর্ষে এই ঘটনা ঘটে। ট্রলারে ১৫ লাখ টাকার মালামাল ছিল বলে জানান তিনি।
ঘটনায় বিষয়ে সিজি পতেঙ্গা স্টেশনের ইনচার্জ মাে. সাইফুল সংবাদ মাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ৩নং বয়াস্থ বঙ্গোপসাগরে মােহনায় আসি। ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করি। বাকিদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
পাঠকের মতামত: