কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কক্সবাজার সরকারি মহিলা কলেজে বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার সরকারি মহিলা কলেজে রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে সম্পন্ন হয়।

কাবাডি প্রতিযোগিতায় অধ্যক্ষ এম ডি নূর উল্লাহ চৌধুরী ছাত্রীনিবাস দল এবং অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ছাত্রীনিবাস দল অংশ নেয়। প্রতিযোগিতায় অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী ছাত্রীনিবাস দল বিজয়ী হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতা পরিবেশন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- উনাইছাতুল হুজাইফা রিয়া, তাসনুভা চৌধুরী, জয়নাব বিবি, ছাইন ছাইন ও, অর্পিতা দত্ত, শ্রীপর্ণা বড়ুয়া, সুমাইয়া তাসনিম সামিয়া, সালমা শাহীন, আকিফা মাম্মী, লাবিবা হাসান এবং সুমাইয়া সৈয়দ উষা।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ এবং মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. সাকিহ উদ্দিন কাদের।

পাঠকের মতামত: