কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মামুনুর রশীদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। শিশুটি কক্সবাজার শহরের দক্ষিণ রোমানিয়ারছড়া এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বিকেলে সৈকত থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে তার পরিচয় মেলে। সৈকতে গোসল করতে নেমেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত শিশুর ভাই ইব্রাহিম বলেন, আমার ভাই গতকাল জুমা নামাজের পর বাসা থেকে মিথ্যা কথা বলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সমুদ্র সৈকতে যাই। খেলার এক পর্যায়ে বল পানিতে ভেসে গেলে সে বল আনতে গিয়ে স্রোতের সঙ্গে তলিয়ে যায়।
পাঠকের মতামত: