কক্সবাজার, শনিবার, ১৫ মার্চ ২০২৫

কক্সবাজার সফরে প্রধান উপদেষ্টা’র কন্ঠে আঞ্চলিক ভাষা

নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামের ভূমিপুত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের প্রধান হয়ে প্রথমবার তিনি এলেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে৷ গুরুত্বপূর্ণ এই সফরে যেখানে গিয়েছেন তিনি প্রাণ খুলে কথা বলেছেন চট্টগ্রামের ভাষায়।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিব সহ অবতরণ করেন ড. ইউনুস। বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আঁর হতা হইবাল্লাই ন আইয়ি, অনারাত্তুন জাইনত আইসসিদে’।
এছাড়াও তিনি ওই সভায় আঞ্চলিকে তরুণদের প্রশ্নের উত্তর দেন। পড়ন্ত বিকেলে এন্তেনিও গুতেরেস কে নিয়ে লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেন তিনি। সেখানেও বক্তব্যে রোহিঙ্গাদের উদ্দেশ্যে তিনি বলেন,’ আল্লাহর কাছে দোয়া গরি সাম্মর বার যেন অনরা নিজর বাড়িত যাইয়ারে ঈদ গরিত পারন।’
সন্ধ্যা ৬ টা ৪৫ এর দিকে উখিয়া থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের গাড়িবহর।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন আন্তোনিও গুতেরেস। মহাসচিব কে নিয়ে কক্সবাজারে সফরে আসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস৷ কক্সবাজার বিমানবন্দরে সকালে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পাঠকের মতামত: