কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব উদ্যোগে কোটবাজারে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়

ফারুক আহমদ, উখিয়া::  

উখিয়া উপজেলা রত্না পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মরহুম  আলহাজ্ব শমসের আলম চৌধুরী এবং তার জ্যৈষ্ঠ পুত্র মরহুম কামাল উদ্দিন চৌধুরীর স্মরণে কোট বাজার স্টেশনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ২০২০ কর্মসূচি পালিত হয়েছে।

সামাজিক সংগঠন কক্সবাজার ষোল আনা নামক একটি সোসাইটির  আয়োজনে সোমবার (২৪   ফেব্রুয়ারি)  দিন ব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের  সহযোগিতায় কোট বাজারস্থ চৌধুরী  মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত  এ ক্যাম্পে  প্রায় দুই শতাধিক ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপিং নির্ণয় করার সুযোগ পেয়েছে।
সার্বিক সহযো কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব।

পাঠকের মতামত: