কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে তিন উপজেলাতেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে তিনটি শাখাতেই ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কক্সবাজার পৌরসভা শাখার আহ্বায়ক কমিটিতে রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, সদস্য গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ ও ছুরত আলম।

অন্যদিকে কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূর সওদাগরকে সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জুলকার নাইন ও নুরুল আমিন।

এছাড়াও রামু উপজেলা আহবায়ক কমিটিতে মোক্তার আহমদকে আহবায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফয়সাল কাদের ও ফরিদুল আলম।

বিএনপি নেতা ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি গুলোকে আগামি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত: