কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কক্সবাজারে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার শহরে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে দুবাই সুপারশপসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮অক্টোবর) সদর উপজেলার তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

তিনি জানান, কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারাবনিয়ার ছড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও খাদ্যপণ্য সংরক্ষণ করায় দুবাই সুপারশপকে ২০ হাজার টাকা ও টেকপাড়া মা স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: