কক্সবাজার, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে প্রকল্প অফিস পরিদর্শনে আইএসইসি প্রতিনিধি দল

অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর কক্সবাজার (ISEC) প্রকল্পের একটি দল কক্সবাজারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রমোশন অফ ওমেন এন্ট্রেপ্রেনিউরস ফর ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যাট গ্রাসরুট লেভেল প্রকল্পের অফিস পরিদর্শন করেন।

ISEC প্রকল্পের প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া এবং মাকসুদুল হক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা প্রকল্পটির লক্ষ্য ও নারীদের ক্ষমতায়নে কক্সবাজারে টেকসই পর্যটন এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
নারী উদ্যোক্তা প্রকল্পের প্রধান কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ISEC প্রকল্পের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দুটি প্রকল্পের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে এবং পর্যটনখাতে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ISEC দলের পক্ষ থেকে নারী উদ্যোক্তাদের সঙ্গে একটি বিশেষ ব্রিফিং সেশনও আয়োজন করা হয়, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, সুযোগ এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সেশনে কক্সবাজারের পর্যটন খাতে নারীদের দক্ষতা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও স্বনির্ভরতা অর্জনের জন্য এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
ISEC প্রকল্পটি এনরুট এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর অংশীদারিত্বে পরিচালিত এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) দ্বারা অর্থায়িত। এটি UNDP এবং যুব উন্নয়ন অধিদপ্তরের (DYD) সহযোগিতায় কক্সবাজারের পর্যটন খাতে নারীদের অন্তর্ভুক্তি এবং যুবকদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

পাঠকের মতামত: