কক্সবাজার, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

কক্সবাজারে পূজামণ্ডপে সেনাসদস্যকে মদ খাওয়ানোর চেষ্টা, আটক দুই যুবক

কক্সবাজারের লালদীঘির পাড় এলাকার পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাসদস্যকে মদ খাওয়ানোর চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) মধ্যরাতে জেলার লালদীঘির পাড় কেন্দ্রীয় পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, বিজয় ধর (২১), ছোটন ধর (২৩)। তাদের জেলা সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর জানায়, কোমল পানীয়র বোতলে মদ ঢুকিয়ে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত এক সেনাসদস্যকে খাওয়ানোর চেষ্টা করে দুইজন যুবক। পরে ওই সেনাসদস্য বিষয়টি বুঝতে পেরে প্রথমে মণ্ডপ কমিটিকে বিষয়টি জানায়। এরপর ওই দুই যুবককে আটক করা হয়।

সেনাসদস্যদের মদপান করিয়ে পূজামণ্ডপে নাশকতার পরিকল্পনা করা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান জানান, পূজামণ্ডপ থেকে আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত: