কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন টেস্ট অধিনায়ক মুমিনুল

এবার কক্সবাজারে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

সকালে তিনি বাড়ির পাশ্ববর্তী মসজিদ কক্সবাজার শহরের বৈদ্যঘোনার বিবি হাজেরা জামে মসজিদে নামাজ আদায় করেছে। এরপর পরিচিত জনদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোভিডের কারনে বিগত দুই বছর ওভাবে ঈদ উদযাপন করা হয়নি। কোরবানীর ঈদে ছিলাম, কিন্তু রোজার ঈদে আসা হয়নি। এবার সময়টা খুব ভালো কাটছে। বাবা-মাসহ পরিবারের সবাই মিলে একসাথে উদযাপন করছি।
সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে মুমিনুল বলেন ‘সিয়াম সাধনার পরে সবাই নিজের মত করে ঈদ করুক। সবাই দু:খগুলো ভুলে গিয়ে ঈদকে ঈদের মত করে কাটাক। সবার জন্য দোয়া করি। দেশবাসীর জন্য শুভ কামনা।’

 

আসন্ন শ্রীলংকা সিরিজ উপলক্ষে দেশবাসীর দোয়া চেয়েছেন মুমিনুল হক। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমাদের শ্রীলংকা সিরিজ আছে। দোয়া করবেন যাতে আমরা শ্রীলংকা সিরিজ খুব ভালোভাবে শেষ করতে পারি।
আগামীকাল কক্সবাজার থেকে ঢাকার ফেরার কথা রয়েছে তাঁর।

পাঠকের মতামত: