কক্সবাজারে ছিনতাই চক্রের পাঁচ সদস্য আটক করেছে পুলিশ । তাদের কাছ থেকে চারটি ধারালো ছুরি এবং একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন তিন রাস্তার মোড় হতে শহর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) সৌরভ বড়ুয়ার নেতৃত্বে একটি টহলদল চক্রটিকে আটক করে।
আটক ছিনতাইকারীরা হল- মো. সাহেদ হোসেন (১৮), মো. রহিম (১৯), মো. রাকিব (১৯), শহীদ হোসাইন (২৫) এবং মো. আব্দুর রহিম (১৬)। তাদের মধ্যে মো. সাহেদ, মো. রহিম এবং মো. রাকিব কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার বাসিন্দা। শহীদ হোসাইন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হাসপাড়া এবং মো. আব্দুর রহিম মহেশখালী উপজেলার কুতুবজোম চর পাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে চক্রটি কক্সবাজার শহর এবং আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের টার্গেট ছিল কক্সবাজারে আগত পর্যটক। এসব ছিনতাইকারীদের দমনে নিরলস কাজ করে যাচ্ছি আমরা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাঠকের মতামত: