কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান

 

কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষমতা হারিয়েছেন। ৩ ইউপি চেয়ারম্যান হলো চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের মুজিবুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের টিপু সুলতান ও ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের কামাল উদ্দিন।

১০ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে বলা হয়, ওই তিন ইউপি চেয়ারম্যান ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সুবিধা প্রাপ্তি এবং বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পত্র প্রেরণ করেন।

একারণে উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে ওই তিন ইউপিতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।

এদিকে তিন ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন চৌফলদন্ডী ও ঝিলংজা ইউনিয়ন পরিষদে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমীন চৌধুরী এবং ভারুয়াখালী ইউনিয়ন পরিষদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা চৌধুরী।

পাঠকের মতামত: