কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এ দুর্যোগে নয়-ছয় করলে এতটুকু ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে কভিড-১৯ করোনাভাইরাস সেভাবে ছড়িয়ে পড়তে পারেনি। তবে এ এপ্রিল মাসটা নিয়ে চিন্তায় আছি। এ দুর্যোগে যারা দুর্নীতি করবেন তাদের এতটুকু ছাড় দেওয়া হবে না। নয়-ছয় করার চেষ্টা করবেন না।

সম্পদ লুকানো যায় না। মানুষের এ দুর্ভোগের সময় দুর্নীতি করার চেষ্টা করলে আমরা ধরে ফেলবো। এটা স্পষ্টভাবে মাথায় রাখবেন।

আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা রোগীরা অস্পৃশ্য নয়। এ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আর কেউ করোনার উপসর্গ লুকাবেন না। এটা কোনো লজ্জার বিষয় না। অসুস্থ বোধ করলে চিকিৎসা নিন, দ্রুত আরোগ্য লাভ করবেন। লজ্জা পাবেন না।

তিনি আরও বলেন, করোনার প্রভাবে বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। আপনারা এতটুকু জমি অনাবাদি রাখবেন না। কিছু না কিছু উৎপাদন করেন।

পাঠকের মতামত: