কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, দুই বাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে দুই বাড়ি পুড়ে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ওয়েষ্টে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা।

রোহিঙ্গা নেতা হামিদ হোসেন বলেন অগ্নিকান্ডের খবর পেয়ে পার্শবর্তী লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়ার ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে রোহিঙ্গাদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

উখিয়া ফায়ার সাভিসের ষ্টেশন মাস্টার এমদাদুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রনে আনায় বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

পাঠকের মতামত: