কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ে সৃজিত সামাজিক বনায়ন থেকে ৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জালিয়াপালং বিটের বিট কর্মকর্তা।

১৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে জালিয়াপালং বিটের নিয়ন্ত্রণাধীন রিজার্ভ উখিয়ার ঘাট মৌজার বি.এস ৬৮, আরএস-২৬ দাগে জুম্মাপাড়া ক্যাম্প এলাকায় অবৈধ ভাবে নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ফরেষ্টার জলিলুর রহমান।

তিনি বলেন, জুম্মাপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে মো: ফরিদ (৩২) এবং শহর মুল্লুকের ছেলে মনির আহমদ (৫৫) অবৈধ দোকান ও ঘর তৈরির সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে ৩টি ঘর ও একটি দোকান উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইনানী ফাঁড়ি আইসি ও উপ-পরিদর্শক সিদ্ধার্থ সাহা, বাগান সভাপতি জাফর আলম, হেডম্যান জাফর সহ একদল পুলিশ সদস্য ও বনকর্মী। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে বিট কর্মকর্তা জানিয়েছেন।

পাঠকের মতামত: