কক্সবাজার, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় অ্যাম্বুলেন্স উল্টে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় অ্যাম্বুলেন্স উল্টে এক শিশুসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।

বুধবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার ঘাট কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অ্যাম্বুলেন্স উল্টে দুই রোহিঙ্গা মারা গেছে আর দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পাঠকের মতামত: