কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

উখিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবেনা : ইউএনও নিকারুজ্জামান

উখিয়া উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবেনা। কোন রোহিঙ্গা শিক্ষার্থী কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে আইনের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার ১২ নভেম্বর উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নিকারুজ্জামান এ কথা বলেন। সভায় আরো গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। মাসিক আইনশৃংখলা কমিটির সভায় অন্যান্যের মধ্যে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উখিয়া থানার ওসি আবুল মনসুর, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: