কক্সবাজার, রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

উখিয়া থেকে ভাসানচরে গেলেন ৭ শতাধিক রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবির থেকে ও নোয়াখালীর ভাসানচর থেকে বেড়াতে আসা এবং পালিয়ে আসাসহ ৬৮৪ জন নারী-পুরুষ-শিশু রোহিঙ্গা।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) ভোর ৫টায় উখিয়ার ২নং ক্যাম্প ওয়েস্টের খেলার মাঠ থেকে চট্টগ্রাম ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়।
আরআরআরসি অফিস সূত্রে জানাজায়, ভাসানচর থেকে উখিয়ার ক্যাম্পে বেড়াতে আসা ৫৬১ জন, জরুরী পরিদর্শনে আসা ৪২ জন এবং বিভিন্ন সময় ভাসানচর থেকে পালিয়ে আসা ৮১ জন রোহিঙ্গাসহ মোট ৬৮৪ জনকে ১৫টি বড়বাস ও একটি অতিরিক্ত বড়বস নিয়ে তাদের আবারও ভাসানচরে পাঠানো হয়েছে৷ এরআগেও বিভিন্ন সময় যাওয়া রোহিঙ্গা সংখ্যা প্রায় ৪০ হাজার৷
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, বুধবার ভোরে উখিয়ার ২নং রোহিঙ্গা ক্যাম্পের খেলার মাঠ থেকে ৬৮৪ জন রোহিঙ্গা ১৫টি বাস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে৷ চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর খাওয়াদাওয়া করে জাহাজ নিয়ে রোহিঙ্গাদের ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে৷

পাঠকের মতামত: