কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নজরদারিতে থাকবে সিসিটিভি, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, গ্রামপুলিশ ও গোয়েন্দাসংস্থা

উখিয়ার ৮টি মণ্ডপে শারদীয় দূর্গোৎসব, থাকছে কয়েকস্থরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১টি সহ মোট ৮টি মণ্ডপে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে বুধবার। উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রতিটি মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল ও মোবাইল টিম মাঠে থাকবে।

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ উৎসব। এই দুর্গাপূজার মণ্ডপে নেওয়া হয়েছে কয়েকস্থরের নিরাপত্তা। বর্তমানে মণ্ডপে মণ্ডপে চলছে পূজোর আমেজ।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎস।

উখিয়া উপজেলা পূজা উদযাপন সূত্র জানায়, উপজেলার পূজামণ্ডপগুলোতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার ৮টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। বর্তমানে মণ্ডপে মণ্ডপে চলছে পূজোর আমেজ। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি পূজামণ্ডপেও অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শপন শর্মা রনি জানান, শারদীয় দুর্গাপূজা আমাদের প্রাণের উৎসব। ইতিমধ্যে উখিয়া উপজেলা দুর্গাপূজার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে এবং মায়ের আরাধনা করা হবে। উপজেলাজুড়ে যেন সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আমরা দুর্গাপূজা উদযাপন করতে পারি সেজন্য উখিয়া উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

উখিয়া উপজেলা কৃষকদের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী জানান, ইতিমধ্যে উখিয়া উপজেলার ৮টি মণ্ডপে উপজেলা বিএনপির পক্ষথেকে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে৷ যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ থাকবে মনিটরিং টিম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উখিয়া উপজেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রতিটি মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার ও গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল ও মোবাইল টিম মাঠে থাকবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে।

পাঠকের মতামত: