কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ার সীমান্তে হত্যার পর লাশ ভাসিয়ে দেওয়া হয় সাগরে

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় এক নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

উদ্ধার করা মরদেহটি পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে ছৈয়দুল বশর (১৯)।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর (১৯) নামে একজন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে ও হাতের বাহু, ঘাড়ে গুলি করে হত্যা করা হয়। পরে লাশটি নাফ নদীতে ভাসিয়ে দিলে স্থানীয়রা  সকালে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। উখিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে উদ্ধার করে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, মাছ শিকারে গিয়ে দুদিন আগে ৫ জন বাংলাদেশি অপহরণ হয়। এদের মধ্যে গতকাল একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পাঠকের মতামত: