ঢাকাস্থ মার্কিন দূতাবাসের তিন সদস্য প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা পরিদর্শন করেছেন৷
সোমবার (০৩ ফেব্রুয়ারী) সকালে উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৩ ব্লকের লার্নিং সেন্টার পরিদর্শন করেন৷
তিন সদস্য প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দূতাবাসের মিসেস লিউস, আমেরিকান নাগরিক মি. টম অ্যান্ড্রু ও আমেরিকান নাগরিক মি. ইফতেখার।
আরআরআরসি অফিস সূত্র জানাযায়, সোমবার রোহিঙ্গা ক্যাম্পের-১৩-এর জি/৩ ব্লকের লার্নিং সেন্টার পরিদর্শন করেন৷ এসময় কেন্দ্রে নিযুক্ত মহিলা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের শিক্ষাগত অগ্রগতির মান সম্পর্কে শুনেন এবং মেয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে কেন্দ্রের শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়৷
এসময় উপস্থিত ছিলেন রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি সহ প্রমুখ৷
পাঠকের মতামত: