কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

উখিয়ার মাহমুদুল হক সিন্ডিকেট ঢাকায় আটক

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএনসি উত্তর কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক হোসেন জিল্লুর রহমান।

এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর থানার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের নিচ তলার একটি মোবাইল সার্ভেসিং দোকানের সামনে থেকে তাদের তিনজনেক আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। পরে তাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইলিয়াছ মিয়া (৩২), জয়নাল আবেদীন (৪০) ও মাহমুদুল হক (৩৪)।

হোসেন জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের নিচ তলার পশ্চিম পাশের সিঁড়ির সঙ্গে থাকা নূরনবীর মোবাইল কেয়ার নামের একটি মোবাইল সার্ভেসিং দোকানের সামনে থেকে তাদের তিনজনকে আটক করে ডিএনসি উত্তরের বিমানবন্দর টিম। পরে বুধবার (৩০ অক্টোবর) তাদের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

পাঠকের মতামত: