কক্সবাজার, রোববার, ২৪ নভেম্বর ২০২৪

উখিয়ার পালংখালীতে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে গণসংবর্ধনা

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক মনোনীত হওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীকে নিয়ে বিশাল আনন্দ মিছিল ও শোকরানা সভা করেছে পালংখালীর সাধারণ জনতা।

শুক্রবার বিকেলে (২২ নভেম্বর) পালংখালীর থাইংখালী স্টেশন চত্বরে সাধারণ মানুষের উদ্যোগে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু করে এক বিশাল মিছিল থাইংখালী উত্তর স্টেশন প্রদক্ষিণ করে মধ্যম স্টেশনে এসে পথসভায় পরিণত হয়।

মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। আবেগাপ্লুত কণ্ঠে তিনি জনসাধারণ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আপনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারব না। আপনারা আমাকে ভোট দিয়ে তিন বার চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আগামীতেও এভাবে আমার পাশে থাকবেন বলে আশা করি।

‘আমি নির্দিষ্ট কোনো দলের নই, আমি জনগণের’ উল্লেখ করে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, জনগণই আমার চালিকাশক্তি। আপনাদের ভালোবাসা দিয়েই শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।

স্থানীয় যুবনেতা আনোয়ার ও আরমান উদ্দিনের পরিচালনায় পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন, মহিলা সদস্য নুর বানু, খুরশিদা বেগম ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।

এর আগে ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। পরে মূল মিছিলে যোগদান করে তারা।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-আহ্বায়ক মনোনীত হওয়ায় উৎসবে মেতে ওঠে পালংখালী ইউনিয়নের সাধারণ মানুষ।

পাঠকের মতামত: