কক্সবাজার, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

উখিয়ার জুলাই বিপ্লবের তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের মতো কক্সবাজারের উখিয়া উপজেলায় জুলাই বিপ্লবের ‘তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উখিয়া সদর সংলগ্ন পাতাবাড়ি খেলার মাঠে ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ৯ উইকেটে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় থাইংখালী উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী।
এসময় তিনি বলেন, দেশের সুন্দর আগামী বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নানা কর্মসূচি থাকছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সিকদার সহ প্রমুখ৷

পাঠকের মতামত: