কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

উখিয়ার ক্যাম্প থেকে ভাসানচরে আরও ৫০৩ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার বিভিন্না রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে ৫০৩ জন৷ তারমধ্যে ৪৩৭ জন বিভিন্ন সময় ভাসানচর থেকে বেড়াতে আসা রোহিঙ্গা৷

বুধবার (১৯ মার্চ) ভোরে ২নং ক্যাম্পের ওয়েস্ট ডি ৫ ব্লকের মাঠ থেকে ভাসানচরের উদ্দেশ্যে ১১টি বাস নিয়ে রওনা হয়৷

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস সূত্রে জানাজায়, বুধবার ভোরে ক্যাম্প থেকে ৫০৩ জন রোহিঙ্গা ১১টি বাস নিয়ে চট্টগ্রামের নোয়াখালী ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ সেখানে ভাসানচর থেকে বিভিন্ন সময় আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৪৩৭ জন, ইমার্জেন্সি ভিজিট ১ জন ও ভাসানচর হতে পালিয়ে আসা ৬৫ জন।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা এবং বেড়াতে আসা সহ মোট ৫০৩ জন রোহিঙ্গা ১১টি বাস নিয়ে পুলিশ নিরাপত্তা দিয়ে রওনার হয়েছে৷ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম পৌঁছালে দুপুর ২টায় নৌবাহিনীর তত্ত্বাবধানে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয়৷

পাঠকের মতামত: