কক্সবাজার, রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

উখিয়ার ক্যাম্পে সিএনজির ধাক্কায় রোহিঙ্গা শিশু আহত

নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বেপরোয়া সিএনজি গাড়ির ধাক্কায় আশরাফুল ইসলাম নামের এক শিশু আহত হয়েছে৷
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে ১২নং রোহিঙ্গা ক্যাম্পের এফ/০৯ ব্লক সড়কে এই দুর্ঘটনা ঘটে৷
আহত রোহিঙ্গা শিশু ১২নং ক্যাম্পের এফ/০৯ ব্লকের মোঃ রফিকের পুত্র আশরাফুল ইসলাম (০৬)।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, ১২নং রোহিঙ্গা ক্যাম্পে বেপরোয়া সিএনজি গাড়ির ধাক্কায় এক শিশু আহত হয়৷ পরে তাঁকে উদ্ধার করে পাশে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে৷ এবিষয়ে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: